উপজেলা রিসোর্স সেন্টার কী?
প্রাথমিক শিক্ষার গুনগত মান-উন্নয়নের জন্য নব্বই দশকে (১৯৯৭-২০০০) যে সব নতুন কর্মসূচী গৃহীত হয় তার মধ্যে অন্যতম প্রতিটি উপজেলা ও থানায় একটি করে উপজেলা/থানা রিসোর্স সেন্টার (ইউআরসি) স্থাপন। প্রাথমিক বিদ্যালয়েসমূহের শিখন শেখানো কার্যক্রমের গুণগতমান বৃদ্ধিকরণ, বিভিন্ন ধরনের শিখন শেখানো উপকরণ ও প্রশিক্ষণকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে উপজেলা/থানা রিসোর্স সেন্টার (ইউআরসি) স্থাপন করা হয় । পিটিআই কেন্দ্রিক সিইনএড/ডিপিইএড সমাপ্তির পর প্রাথমিক শিক্ষকদের স্থানীয় পর্যায়ে আর কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ ছিল না । অথচ শিক্ষণ কাজ একটি জীবনব্যাপী সাধনা ও অনুশীলনের কাজ। শিক্ষকদের এ অব্যাহত প্রশিক্ষণ-সুযোগ সৃষ্টির জন্য উপজেলা/থানা রিসোর্স সেন্টার (ইউআরসি) স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় । প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি প্রাথিমিক শিক্ষকদের জন্য বেসিক-ইস-সার্ভিস, বিষয়ভিত্তিক (বাংলা, গণিত,ইংরেজি, সমাজ, বিজ্ঞান), উপকরণ উন্নয়ন, প্রাক-প্রাথমিক শিক্ষা, শ্রেণিকক্ষের মানোন্নয়ন, আইসিটি এন এডুকেশন, সুস্বাস্থ্যে সুশিক্ষা, শিখবে প্রতিটি শিশু বিষয়ক প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের জন্য বিদ্যালয় ব্যাবস্থাপনা ও একাডেমিক সুপারভিশন, একীভূত শিক্ষা, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের জন্য প্রশিক্ষণ, বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র মুল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ, লেসন স্টাডি প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ, শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ, চারু ও কারুকলা বিষয়ক প্রশিক্ষণ, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রারম্ভিক প্রশিক্ষণ সহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ পরিচালনা করে আসছে ।
বাংলাদেশে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) প্রাথমিক শিক্ষকগণের পেশাগত সহায়তা কেন্দ্র। শিক্ষকগনের অতি নিকটে এর অবস্থান । শিক্ষকদের চিহ্নিত সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করাই এর কাজ । এটা শিক্ষকদের স্ব-প্রচেষ্টায় ক্রম উন্নয়নের সুযোগ এন দেবে । আশা করা হয়, মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সমাজ, প্রাথমিক শিক্ষা সম্পৃক্ত গোষ্ঠি এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপযুক্ত স্থান হিসেবে উপজেলা রিসোর্স সেন্টার এর মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে একত্রে কাজ করবে । ইউআরসিতে মানব-সম্পদ ও বস্তু-সম্পদ সমাবেশ করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটিকে সমর্থ করে তোলা প্রয়োজন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS